Notice
জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার নতুনবাজার এলাকার ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ, যা অত্র এলাকার শিক্ষানুরাগী মানুষ ও বিশেষ ব্যক্তিবর্গের প্রচেষ্টার ধারাবাহিকতায় সকল ধরনের প্রতিবন্ধকতা ও বাধাকে উপেক্ষা করে দিন দিন সফলতার স্বর্নশিখরে অবতীর্ণ হচ্ছে শিক্ষা, সমৃদ্ধি ও মানবিক মুল্যবোধ সম্প্রসারনের বিভিন্ন ধাপে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে প্রতিষ্ঠানের সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহোযোগীতায় প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয়ে নিরলস কাজ করে যাচ্ছি…শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও আচরনের কাঙ্খিত পরিবর্তন ঘটে। আদর্শ মানুষ তৈরীর মহান ব্রতকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় এ উচ্চ বিদ্যালয়। নৈতিক গুনাবলী সম্পন্ন আদর্শ ও যোগ্য মানুষ তৈরিই আমাদের মূল লক্ষ। বিজ্ঞান মনস্ক মানব সম্পদ গঠন ও শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশই মূল উদ্দেশ্য। আধুনিক শিল্প বিপ্লবের যুগে তথ্য ও প্রযুক্তি ভান্ডার সম্মৃদ্ধ নাগরিক প্রতিষ্ঠাই মূল প্রতিপাদ্য। এ অঞ্চলের পরিচিতি ও সহ শিক্ষক কার্যক্রম বিদ্যালয়ের ও ওয়েবসাইটটির মাধ্যমে উন্মুক্ত করে দিতে চাই সর্বত্র। সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা খেলাধুলা, স্কাউটিং, গালর্স গাইট, বিজ্ঞান মেলা সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক বিকাশে নিরন্তর প্রচেষ্ঠা করে যাচ্ছে এই বিদ্যাপীঠ। অনলাইনে মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি বার্ষিক পরীক্ষার ফলাফল, প্রগ্রেসিভ রির্পোট, এস এম এস এর মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজ্নের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাই স্বপ্নের বিদ্যাপীঠ ।
> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
> এসএসসি/জেএসসি রেজাল্ট
> শিক্ষা মন্ত্রণালয়
> বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
> সিলেট শিক্ষা বোর্ড
> শিক্ষক বাতায়ন
> বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
> পিএসসি রেজাল্ট
> এসএসসি/জেএসসি রেজাল্ট
Zamir Ahmed Bohumukhi High School
NotunBazar, Bishwanath, Sylhet Sadar, Sylhet-3129.
Phone: 01710-460545
E-mail: shaharparashahkamal@gmail.com
Website: https://zamlhs.edu.bd/